নোয়াখালী-১
নোয়াখালী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৮নং আসন। সীমানানোয়াখালী-১ আসনটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন, নদনা ইউনিয়ন, চাষীরহাট ইউনিয়ন, সোনাপুর ইউনিয়ন, দেওটি ইউনিয়ন, আমিশাপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত।[২] নির্বাচিত সাংসদনির্বাচন২০১০-এর দশকে নির্বাচনবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এইচ. এম. ইব্রাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭] ২০০০-এর দশকে নির্বাচনগণতন্ত্রী পার্টির প্রার্থী নুরুল ইসলাম নির্বাচনের কয়েকদিন আগে মারা যান।[৮] এই ঘটনায় নোয়াখালিী ১ আসনে নির্বাচন ১২ জানুয়ারি ২০০৯ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। এইচ এম এম ইব্রাহিম, যিনি পূর্বে নূরুল ইসলামের পক্ষে প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন, তিনি মহাজোটের প্রার্থী হিসাবে তার জায়গায় নির্বাচনে অংশ নেন।
১৯৯০-এর দশকে নির্বাচন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Information related to নোয়াখালী-১ |
Portal di Ensiklopedia Dunia